শীতলকুচি: গোসাইরহাট বীণাপাণি সংঘের ডোকরা শিল্পের মন্ডপ দর্শনার্থীদের নজর কারলো
বুধবার গোসাইরহাট বিএড কলেজের মাঠে বীণাপাণীর সংঘের এবারের দুর্গা প্রতিমা ও ডোকরা শিল্পের মন্ডপ দর্শনার্থীদের নজর কারে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত গোসাইরহাট বীণাপাণীর সংঘের ডোকরা শিল্পের মন্ডপ ও প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। মহানবমীতেও তার ব্যতিক্রময হয়নি। বরং রাত যত বাড়ছে ততই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। দর্শকদের উপচে পড়া ভিড় পূজা উদ্যোক্তাদের মুখে হাসি ফুটছে।