তেলিয়ামুড়া: তুইসিন্দ্রাই বাজার উৎসব কমিটির উদ্যোগে তুইসিন্দ্রাই বাজারে বাৎসরিক উৎসব শুরু হয়
অন্যান্য বছরের ন্যায় এই বছরও তুইসিন্দ্রাই বাজার উৎসব কমিটির উদ্যোগে তুইসিন্দ্রাই বাজারে বাৎসরিক উৎসব শুরু হয়। এই বাৎসরিক উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় তুইসিন্দ্রাই বাজার এলাকার লোকেদের মধ্যে। এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় মঙ্গলবার রাত নয় ঘটিকায়।