রঘুনাথপুর ২: মঙ্গলদা নেতাজী ক্লাব প্রাক্তনে কর্মমুখী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল, উপস্থিত ZPসদস্য সহ অন্যান্যরা
বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত মঙ্গলদা নেতাজী ক্লাব প্রাক্তনে বিনামূল্যে একটি কর্মমুখী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ক্রেডিট অ্যাক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ওরিয়ন এডুকেশনাল সোসাইটির উদ্যোগে এই চাকুরিমুখী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ বাউরি ,আমিরুল খান সহ সোসাইটির পক্ষে সমর বিশ্বাস সহ অন্যান্যরা।