খড়গপুর ১: খড়্গপুর লোকাল থানার অন্তর্গত কেশিয়াশোল এলাকার হিরাডি গ্রামে অনুষ্ঠিত হলো করম পরম
খড়্গপুরে অনুষ্ঠিত হলো করম পরম, আজ সোমবার রাত্রে প্রায় দশটা নাগাদ ব্যাপক মানুষের ভীড় এলাকায়। এদিন আদিবাসী অধ্যুষিত এই গরম পরব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খড়গপুর লোকাল থানা এলাকায়। খড়গপুর লোকাল থানার অন্তর্গত কেশিয়াশোল এলাকার হিরাডি গ্রামে এদিন অনুষ্ঠিত হয় গরম পরব। আদিবাসী সম্প্রদায়ের প্রচুর মানুষের ভিড় এদিন লক্ষ্য করা যায় এলাকায়। নিজেদের সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখেই এদিন গরম পূজার অনুষ্ঠানে মেতে ওঠেন এলাকাবাসীরা।