ভগবানগোলা ১: ভগবানগোলার নেতাজি মোড়ে ফুড সেফটি অফিসারের হানা, নকল মসলা তৈরির সরঞ্জাম উদ্ধার দুপুর একটাই
ভগবানগোলা, মুর্শিদাবাদঃ আজ দুপুরে ভগবানগোলার নেতাজি মোড় এলাকায় ফুড সেফটি অফিসারদের পক্ষ থেকে বড়সড় অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন ভগবানগোলা থানার পুলিশবাহিনীও। অভিযানের লক্ষ্য ছিল স্থানীয় এক মসলা প্রস্তুতকারক মিল, যেখানে অভিযোগ ছিল নকল ও ক্ষতিকর উপাদান মিশিয়ে হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো তৈরি করা হচ্ছে। অভিযানে গিয়ে ফুড সেফটি টিম দেখতে পায়, মিলের ভিতরে প্রচুর পরিমাণে রং মেশানোর সরঞ্জাম ও কৃত্রিম রং মজুত রয়েছে। হলুদ ও লঙ্কার গুঁড়োতে এই রঙ মিশিয়ে বাজা