আলিপুরদুয়ার ২: অত্যাধুনিক নেশার আসর টটপাড়া চড়াই মহল এলাকায় দেখুন সেই দৃশ্য
সংরক্ষিত এলাকায় বসে চলছে মদের আসর। সংরক্ষিত এলাকাতেই মদের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের গ্লাস বিয়ারের বোতল সবই পাওয়া যাচ্ছে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টটপাড়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কার্যালয় ক্যাম্পাসে। সংরক্ষিত এলাকা হলেও কোন গেট নেই ফলে অনায়াসে ভিতরে ঢুকে আরামে বসে নেশার আসর বসাচ্ছেন দুষ্কৃতীরা।