পাঁশকুড়া: পাঁশকুড়ার মেছোগ্রাম মোড়ের কাছেই মুম্বাই কলকাতা জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত দুই আহত ১০
পাঁশকুড়ার মেছোগ্রাম মোড়ের কাছেই মুম্বাই কলকাতা জাতীয় সড়কে ধারে বিশ্বকর্মা পূজা উপলক্ষে চলছিল মেলা।রবিবার রাতে কলকাতা গামী ট্রাভেলার গাড়ির পেছনে ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রেলার, যার ফলে ট্রাভেলার গাড়িটি পাল্টি খায়, মেলা চলার জন্য ওই এলাকায় প্রচুর জনসমাগম ছিল, এই দুর্ঘটনায় মৃত্যু হয় দুই, আহত প্রায় ১০ জন তাদের মধ্যে আশঙ্কা জনক অবস্থা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৫ জনকে তমলুক ও কলকাতায় রেফার করা হয়েছে।