রানিবাঁধ: গরুর বিয়েতে সাজলো বরাগাড়ি গ্রাম, প্রাচীন বাঁদনা পরবে উৎসবের জোয়ার খাতড়া মহকুমা জুড়ে
খাতড়া মহকুমার গ্রামবাংলা জুড়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল প্রাচীন লোকউৎসব ‘বাঁদনা পরব’। কৃষিভিত্তিক এই উৎসবের মূল আকর্ষণ গরুর বিয়ে। রঙিন সাজে সজ্জিত গরুদের মাথায় ধানের শিষ দিয়ে তৈরি ‘মোড়’, পায়ে ঘুঙুর, আর বাড়ি জুড়ে আলপনা—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আজও সমান উচ্ছ্বাসে পালন করেন বাঁকুড়া ও পার্শ্ববর্তী জেলার মানুষজন।