বাঘমুণ্ডী: রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন সুইসার সুন্দর নগর এলাকার বাসিন্দাদের
রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন সুইসার সুন্দর নগর এলাকার বাসিন্দাদের. ঘটনাটি বাগমুন্ডি থানা এলাকার তুনতুরি সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুইসা গ্রামের সুন্দর নগর এলাকার। স্থানীয় বাসিন্দা তথা পথচলতি মানুষদের মধ্যে সন্তোষ মাহাতো, সনকা মাহাত, যমুনা মাহাতো, গুরুচরণ মাহাতো, ক্ষীরোদ কালিন্দী ও সমাজসেবী পবন মাছুয়ার শুক্রবার সকাল ন'টা নাগাদ জানান সুইসা থেকে ডাংডুং যাওয়ার মধ্যে সুন্দর নগর টলাতে কাঁচা রাস্তার বেহাল দশা দেখা দিয়েছে। রাস্তার মধ্যে গর্ত