জামালপুর: শয়ে শয়ে লোক নিয়ে গিয়ে বিজেপি বিএলএ-র বাড়ি ঘেরাও করা ও তাকে মারধোর করার হমকি -কাঠগড়ায় বিএলও
বাড়ি বাড়ি না গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে SIR এর ফর্ম বিলি করছিলেন বিএলও (BLO)।তা নিয়ে প্রতিবাদ করায় বিএলও-র চরম হুমকির মুখে পড়লেন বিজেপির বিএলএ(BLA)। শতাধীক লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে বিজেপির বিএলএ কে মারধোর করা হবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিএলও-র বিরুদ্ধে। এমন হুমকির ঘটনানিয়ে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে।