ইংরেজবাজার: যাত্রাডাঙ্গা এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী এক যুবক
বিষ খেয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা এলাকায়। মৃত যুবকের নাম সুশীল সোরেন। পারিবারিক বিবাদের জেরে আজ বিষ কি আত্মহত্যা করে ওই যুবক। সোমবার দুপুর দুটো নাগাদ মৃত ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।