মানবাজার ২: বাংলা বাঁচাও,শিক্ষা বাঁচাও,জেলা বাঁচাও সহ একাধিক দাবি তুলে মানবাজার-২ ব্লকে জাঠা মিছিল ও পথসভা করলো সিপিআইএম
বাংলা বাঁচাও,শিক্ষা বাঁচাও,জেলা বাঁচাও সহ একাধিক দাবি তুলে মানবাজার-২ ব্লকে জাঠা মিছিল ও পথসভা করলো সিপিআইএম। রবিবার বিকেল ৩ টা থেকে বুরুডির মোড় থেকে মিছিল শুরু হয়, শেষে বোরো হাটতলা মোড়ে একটি জনসভা করা হয়।উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার প্রাক্তন বিধায়ক সুশান্ত বেশরা, সিপিআইএমের জেলা কমিটির রথু সিং, মহম্মদ ইব্রাহিম,প্রদীপ চৌধুরী সহ দলীয় কর্মীরা।