বোলপুর-শ্রীনিকেতন: মহাসপ্তমীতে বোলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল এক শিশুর,আহত একাধিক
আজ ২৯ শে সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮ টা নাগাদ সপ্তমীর দিন সকালে বোলপুরে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। সূত্রের খবর, বোলপুর থেকে নানুর যাবার পথে বোলপুর মহকুমা হাসপাতালের কাছে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই একটি টোটো বাসের সামনে চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং নয়নজনিতে উল্টে পড়ে যায়। আহতদের দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে