একদিন আগেই পৌরসভার দায়িত্ব নিয়েছে মহকুমা শাসক উৎপলকুমার ঘোস, তারপরেই প্রায় দিনেইই দেখা যাচ্ছে রাস্তার মাঝে বেওয়ারিশ গাই বা গরুর উপদ্রব, ফলে সমস্যার পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ট্রাফিক গার্ডদের, সেই চিত্র তুলে ধরা হলো এদিন সন্ধ্যা ছয়টা নাগাদ হাটের মোড়ে এলাকায়।