পটাশপুর ২: "ভয়ঙ্কর ঘটনা,এর জন্য প্রশাসন দায়ী" নান্দনিক ক্লাবের দুর্গোৎসবের মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে বললেন শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার নান্দনিক ক্লাবের দুর্গোৎসবের আজ মহাষ্টমীতে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পুজোদানের পর পুষ্পাঞ্জলি অর্পণ করেন শীর্ষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদে ফারাক্কার পূর্ব শিবতলা দুর্গা পূজার মন্ডপে আযানের সময়সূচী টাঙানো নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী,এই ঘটনার জন্য তিনি প্রশাসনকে দায়ী করেন।