তুফানগঞ্জ ১: তুফানগঞ্জ চৌরঙ্গী ক্লাবের ৫৩ তম বছরের কালীপুজোর মূল থিম পাগলা গারদ
এমনটাই বুধবার ক্লাবের তরফ থেকে জানানো হয় এবং এই পাগলা গারদে পাগলারা কি অবস্থায় রয়েছে তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। প্রতিবছর চৌরঙ্গী ক্লাব নিত্য নতুন থিম নিয়ে হাজির হয়। কালী পুজো তাদের এবারে থিম পাগলা গারদ।