তুফানগঞ্জ ১: সাড়েয়ার পার এলাকায় জমি সংক্রান্ত বিবাদ ,প্রতিবেশী দুই পরিবারের হাতাহাতিতে জখম উভয় পরিবারের পাঁচজন ,হাসপাতালে তিনজন
ঘটনাটি রবিবার বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের সরেয়ার পার এলাকার ঘটনা। ঘটনায় আহতরা হলেন এক পরিবারের বিষ্ণু মন্ডল স্বপ্না মন্ডল ও হিয়া মন্ডল এবং অপর পরিবারের আহতরা হলেন দেবেন দেবেন্দ্র সরকার ও সত্যেন সরকার। আও তোদেরকেও নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখে কর্তব্যরত চিকিৎসক।