আমতা ২: আমতার বেতাই ও নারিট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ আমতা কেন্দ্র বিজেপির পক্ষ থেকে
Amta 2, Howrah | Oct 7, 2025 উত্তরবঙ্গের নাগরাকাটা এলাকায় সাংসদ খগের মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমতা বিধানসভার বেতাই এবং নারিট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আমতা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা মঙ্গলবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ আর এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির নেতৃত্ববৃন্দ এবং আমতা বিধানসভার বিভিন্ন মন্ডলের সভাপতিরা