রামপুরহাট ২: তারাপীঠে নবান্ন উৎসবে সুরজিৎ চট্টোপাধ্যায়ের সুরের জাদু
নবান্ন উৎসবের বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় রীতিমতো সুরের মূর্ছনা ছড়ালেন বাংলা ব্যান্ড দুনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় তারাপীঠের পান্ডাপাড়া তারা উদ্যান মঞ্চে তাঁর উপস্থিতিতেই শুরু হয় উন্মাদনা। অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চের সামনে দর্শকদের ভিড় উপচে পড়ে। একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মনে দোলা দেন এই শিল্পী। একান্ত সাক্ষাৎকারে সুরজিৎ জানান, শৈশবের নস্টালজিয়া, আবেগ আর রামপুরহাট–তারাপীঠের প্রতি টান আজও তাঁর কাছে ।