মুখ্যমন্ত্রীর ঘোষণা করা রাস্তাশ্রী ৪ প্রকল্পের অধীনে করিমপুর এক নম্বর ব্লকের করিমপুর এক নম্বর পঞ্চায়েতের রাস্তাশ্রী চার প্রকল্পের রাস্তার উদ্বোধন হলো বুধবার উদ্বোধন করেন করিমপুরের বিধায়ক বিমলন্দ সিংহ রায় উপস্থিত ছিলেন পঞ্চাশ সমিতির সভাপতি সহ করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য তৃণমূলের নেতৃত্ব। বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখলেন বিধায়ক।