জামুরিয়া: ৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় সংলগ্ন এলাকায় আয়রন বোঝায় একটি ডাম্পারের ডালা আচমকাই রাস্তার মধ্যে উল্টে যায়
৬০ নম্বর জাতীয় সড়কের চাকদোলা মোড় সংলগ্ন এলাকায় আয়রন বোঝায় একটি ডাম্পারের ডালা আচমকাই রাস্তার মধ্যে উল্টে যাওয়ায় যানজটে সৃষ্টি হয় শুক্রবার রাত একটায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ এবং জামুরিয়া ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।