বড়ঞা: স্কুলে যাওয়া মানেই যুদ্ধ! কাদা-জলে নাজেহাল মুনিয়াডিহি এলাকাবাসী
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মুনিয়াডিহি গ্রাম যেন আজ দুর্ভোগের আরেক নাম। বেহাল রাস্তায় জলজমে এখন কার্যত জলাশয়ে পরিণত হয়েছে গোটা পথ। কাদা, গর্ত আর নোংরা জলে ভরা সেই রাস্তায় প্রতিদিনই যাতায়াতে নাকাল সাধারণ মানুষ। বুধবার বিকেলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরেই ভগ্নদশায়। পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত, আর সামান্য বৃষ্টি হলেই সেই গর্তে জমে যায় জল। বাধ্য হয়ে প্রতিদিনই সেই জল পেরিয়ে যাতায়াত করতে হয়।