ভাতারের বিভিন্ন মাঠে ডি,ভি,সির সেচনালায় জল আসায় রবি ফসলের ব্যাপক ক্ষতি। এরুয়ারে লকগেট বন্ধ করে বিক্ষোভ দেখালো চাষিরা। মঙ্গলবার চারটে চল্লিশ মিনিটে ভাতারের এক কৃষক জানান যখন জলের প্রয়োজন তখন জল দিচ্ছে না সেচ দপ্তর। সেচ দপ্তর বিভিন্ন পঞ্চায়েতে নোটিশ করেছিল তারা তিন দফায় সেচ নালায় জল দেবে বোড়ো চাষের জন্য। সেই কথামতো সেচ দপ্তর জল দিয়েছে সেচ নালায়। সেই জল এখন চলে আসায় রবি ফসলের দারুন ক্ষতি হচ্ছে বলে অভিযোগ চাষীদের।