মাথাভাঙা ২: রুনিবাড়ি সহ নিশিগঞ্জ সংলগ্ন এলাকার বেশকিছু দুর্গাপুজো কমিটিকে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক দেওয়া হল
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের রুনিবাড়ি সহ নিশিগঞ্জ সংলগ্ন এলাকার বেশকিছু দুর্গাপুজো কমিটিকে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সহায়তার চেক তুলে দিল শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন সহ পুলিশ আধিকারিকরা।পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন জানান এদিন নিশিগঞ্জ এলাকার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের চেক তুলে দেওয়া হয়।