আলিপুরদুয়ার ১: হাতি সাফারির মত কার সাফারি অনলাইন বুকিং চালুর দাবি আলিপুরদুয়ারের পর্যটন ব্যবসায়ীদের,অনলাইন না থাকায় সমস্যায় পর্যটকরা
মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জঙ্গলে জঙ্গল সাফারি শুরু হয়েছে।পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন আগামী সপ্তাহ থেকে সাফারিতে আরও বেশি ভিড় হবে।তবে যেভাবে হাতি সাফারি বুকিংয়ের জন্য অনলাইন পরিষেবা শুরু হয়েছে সেই রকম জিপসি সাফারিও অনলাইন বুকিং হলে সুবিধা হবে বলেও মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।বিভিন্ন মহল থেকে সেই দাবি উঠছে।