রায়গঞ্জ: রায়গঞ্জে বয়েজ সুকান্ত ক্লাবের কালীপুজোর খুঁটি পুজো মহাসমারোহে সম্পন্ন, এবারের থিম ‘আমেরিকান স্কন মন্দির’
দুর্গাপূজার প্রাক্কালে রায়গঞ্জের বয়েজ সুকান্ত ক্লাবের কালীপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো মঙ্গলবার বিকেলে। উপস্থিত ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, করণদিঘী বিধায়ক গৌতম পাল, উপপুর প্রশাসক অরিন্দম সরকার ও জেলা যুব সভাপতি কৌশিক গুণসহ বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের দাবি, এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আগেভাগেই প্যান্ডেল তৈরি শুরু হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চন্দননগরের আলোকসজ্জা এবং থিম ‘আমেরিকান স্কন মন্দির