মেদিনীপুর: কয়েকদিনের হালকা গুমোট গরমে ফের একের পর এক বিষধর উদ্ধার মেদিনীপুর শহরে
আবহাওয়ার তারতম্য হওয়ার পরেই পুনরায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন স্থান থেকে বিষধর সাপের উপস্থিতির খবর। শহরের রাজারদিঘী ও ধর্ম এলাকা থেকে পরপর তিনটি বিষধর সাপকে উদ্ধার করলেন সর্প উদ্ধারকারীরা। সেগুলিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে বলে সোমবার দুপুরে জানিয়েছেন তারা।