অলচিকি হরফের স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান এর মাধ্যমে গোপীবল্লভপুরে সাঁওতালি ভাষা দিবস পালন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। সোমবার সংগঠনের পক্ষ থেকে ছাতিনাশোল বাজারে থাকা পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বেলাকাঠিয়া মুলুক গড়ের মাঝি বাবা সহ অন্যান্য ব্যক্তিরা।