মথুরাপুর ২: রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জির উদ্যোগে গণ ভাই ফোটার আয়োজন
রায়দিঘি থানা প্রাঙ্গণে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল নটা কুড়ি মিনিট নাগাদ অনুষ্ঠিত হলো এক অনন্য গণ ভাইফোঁটা অনুষ্ঠান। রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জির উদ্যোগে এই কর্মসূচিতে পুলিশ কর্মীদের কপালে ফোঁটা দিয়ে সমাজে ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। হাসি, মিষ্টিমুখ আর শুভেচ্ছার আবহে ভরে ওঠে থানা প্রাঙ্গণ। শুধু মানুষ নয়, সুন্দরবন বাঁচানোর বার্তা দিতে থানার সব গাছেও প্রতীকীভাবে ফোঁটা দেওয়া হয়। আইসি মানস চ্যাটার্জি বলেন, “প্রকৃতিও আমাদের পরিবারের অংশ।