কুমারগ্রাম: প্রয়াত CPI(M) নেতা ভিখাম খালকোর স্মরণসভা অনুষ্ঠিত হল সংকোশ বনবস্তিতে, উপস্থিত CITU-র জেলা সভাপতি
শনিবার সংকোশ বনবস্তিতে প্রয়াত সিপিএম নেতা ভিখাম খালকোর স্মরণসভা অনুষ্ঠিত হল। জানা গিয়েছে, ভিখাম খালকো সিআইটিইউ অনুমোদিত ফরেস্ট মজদুর ইউনিয়নের আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি সিপিএমের কুমারগ্রাম এরিয়া কমিটির অন্তর্গত এনকেএস শাখার সদস্য ছিলেন। সম্প্রতি ৫৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। এদিন তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ'র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুৎ গুন, সিপিএম নেতা পিন্টু গাঙ্গুলি, কুঞ্জবিহারি দাস সহ অন্যরা।