কুলতলি: বাঘের আতঙ্ক থেকে রেহাই পেতে চলেছে মৈপিঠ এর একাধিক গ্রামের জনজাতিরা
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সুন্দরবন লাগোয়া মৈপিঠ কোষ্টাল থানার কিশোরী মোহনপুর সহ একাধিক গ্রামে বাঘের আতঙ্ক বেড়েই চলেছিল। অবশেষে বনদপ্তরের তৎপরতায় বাঘটিকে গভীর জঙ্গলে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে স্থানীয় গ্রামবাসীরা। এ বিষয় নিয়ে তারা কি জানালেন তা শুনুন।