রতুয়া ২: তৃণমূল দল ছেড়ে নিম পার্টিতে যোগদান করল শতাধিক কর্মী সমর্থক
Ratua 2, Maldah | Oct 20, 2025 ফের মালদার রতুয়া বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন ধরাল অল ইন্ডিয়া মজলিশ ইত্তেহাদুল মুসলিমিন দল অর্থাৎ মিম পার্টি। তৃণমূল ছেড়ে বেশকিছু মহিলা ও পুরুষ যোগদান করলেন মিম পার্টিতে।যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল রতুয়া-২নং ব্লকের পুখুরিয়া এলাকায়। এদিনের এই যোগদান কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন রতুয়া-১নং ব্লক মিম পার্টির সভাপতি সেখ জাহাঙ্গির। এদিন তার হাত ধরেই শতাধিক মহিলা ও পুরুষ তৃণমূল দল ছেড়ে মিম- পার্টিতে যোগদান করেন বলে জানা গেছে।