বালুরঘাট: নার্সিংহোম কান্ডে গঙ্গারামপুর থানায় অভিযোগ করেও নেওয়া হয়নি ব্যবস্থা, বালুরঘাটে SP ও CMOH কাছে অভিযোগ করল মৃতার স্বামী
গঙ্গারামপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে প্রসূতি মরণ ঝাঁপ। ঘটনায় অভিযোগ ওটা ওই নার্সিংহোমে নতুন করে রোগী ভর্তিতে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। এদিকে এই ঘটনায় অভিযোগ ওঠা ওই নার্সিংহোম ও এক চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসন নেয় তার জন্য সোমবারই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী বলরাম দে। এনিয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় আজ পুলিশ সুপার ও সিএমওএইচ এর কাছে অভিযোগ করলেন।