মুরারই ২: পাইকরে সোনালী খাতুনের নবজাতক শিশু আপনের সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ
দীর্ঘ লড়াই-সংগ্রাম অতিবাহিত করে বিজেপির সমস্ত চক্রান্তকে নশ্চ্যাৎ করে,বাংলাদেশ থেকে নিজ মাতৃভূমিতে ফিরেছে বীরভূমের কন্যা সোনালী খাতুন। ওনার নবজাতক শিশুর নামকরণ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যা নাগাদ বীরভূমের পাইকর গ্রামে সবার প্রিয় নবজাতক শিশু আপনের সঙ্গে দেখা করলেন এবং সোনালী খাতুনের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।