বর্ধমান ১: ২যুবতী সহ ৩গাঁজা পাচারকারীকে বর্ধমান স্টেশনের ৫নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার করলো বর্ধমান RPF, উদ্ধার ২১kg ৯৩০ গাঁজা
ধৃতদের নাম চন্দন সরকার, সোমা দে রায় ও নেহা দেয়। কোচবিহারের সিতাই থানার সিঙ্গিমারিতে চন্দনের বাড়ি। বাকি দু’জনের বাড়ি নিউ জলপাইগুড়ির ভক্তিগড় থানার সূর্যসেন কলোনিতে।ধৃতরা গাঁজা কারবারের একটি র্যেকেটে যুক্ত বলে দাবি জিআরপির। অভিযোগের ভিত্তিতে মাদক আইনে কেস রুজু করে ধৃত তিন জনকে।বৃহস্পতিবার বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়। গাঁজার উৎস ও কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে এবং র্যেকেটের বাকিদের হদিশ পেতে চন্দনকে সাতদিন হেফাজতে নেবার আবেদ।