কলকাতা: বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নারে মহাষ্টমীতে সৌরভ গাঙ্গুলীকে দেখা গেল দেবী দুর্গার পায়ে অঞ্জলি নিবেদন করতে
মহাষ্টমীর সকালে বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নার অর্থাৎ, পাড়ার দুর্গাপুজোয় অঞ্জলি দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ এবার সৌরভের পুজোটা একটু স্পেশাল ৷ কারণ, পুজোর ছুটিতে বাড়িতে ফিরেছে মেয়ে সানা ৷ তাই মেয়ের সঙ্গে পুজোয় সময় কাটাচ্ছেন তিনি ৷ তারই মধ্যে পুজো মণ্ডপেও আসছেন ৷ মেতে উঠছেন পাড়ার পুজোয় ৷