কাঁথি ১: উন্নয়নের নিরিখে জেলার মৎসজিবিদের পাশে থাকার অঙ্গীকার আজ কাঁথিতে করলেন সভাধিপতি উত্তম বারিক
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সেন্ট্রাল বাস স্টান্ডে আজ বিশ্ব মৎসজিবি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন হলদিয়া থেকে দিঘা পর্যন্ত বহু মৎসজিবি সামুদ্রিক মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। তাদের উন্নয়নের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রয়েছে। শুধু তাই নয় মৎসজিবিদের উন্নয়ন জেলার পরিষদও পাশে থাকার অঙ্গীকার করছে।মৎসজিবি দিবসের সমাবেশে সভাধিপতি উত্তম বারিক ছাড়াও উপস্থিত ছিলেন INTTUC রাজ্য সভাপতি