হীরবাঁধ: দীপাবলি উপলক্ষে মিরগী প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির হল
দীপাবলি উপলক্ষে রক্তদান শিবির হল হিড়বাঁধে। মানবিক মুখ নামিয়ে একটি সংগঠনের উদ্যোগে ও লায়েন্স ক্লাব বাঁকুড়ার সহযোগিতায় মিরগী প্রাথমিক বিদ্যালয় ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে জানা গেছে শিবিরে ১৯ জন মহিলা সহ ৮৩ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা।