হাড়োয়া: ঘোষপুর এলাকায় বাগজোলা খালের ধারে অবৈধ নির্মাণ, ভবিষ্যতের জন্য খারাপ,মত সমাজকর্মী'র
বাগজোলা খালের ধারে অবৈধ নির্মাণ ভবিষ্যতের জন্য খারাপ। শনিবার বিকেল চারটে নাগাদ বললেন সমাজকর্মী মুস্তাফিজুর রহমান। উল্লেখ্য হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের ঘোষপুর এলাকায় বাসন্তী হাইওয়ের ধারে বাগজোলা খালের ধারে খাল দখল চলছে অবৈধ নির্মাণ। গুরুত্বপূর্ণ খালের পাশে একের পর এক অবৈধ নির্মাণ কতটা ক্ষতি করতে পারে এবং ভবিষ্যতে কি হতে পারে শুনুন সমাজকর্মী মুস্তাফিজুর রহমান -এর মুখ থেকে।