কাঁকসা: মদ্যপ অবস্থায় লরি চালানোর অভিযোগে কাঁকসার বাঁশকোপা থেকে ধৃত লরি চালক,আটক লরি
মদ্যপ অবস্থায় লরি চালানোর অভিযোগে এক লরি চালক কে গ্রেফতার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।ধৃত লরি চালক কে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধৃত কে আগামী কাল মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনার প্রসঙ্গে জানা গেছে ওই চালক লরি নিয়ে দুর্গাপুরের দিক থেকে লরি নিয়ে কলকাতা যাওয়ার সময় কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে ট্রাফিক পুলিশের কর্মীরা চালককে আটকে তাকে মেশিনের দ্বারা পরীক্ষা করতেই তাকে মদ্যপ অবস্থায় পায়।