নলহাটি ২: বীরভূম জেলা পরিষদের তরফ থেকে অধ্যক্ষের হাত দিয়ে সূচনা হলো ভবানীপুর ও ভগলদিঘী গ্রামের সাবমারসিবল পাম্প ও ঢালাই রাস্তা
সতেরোই অক্টোবর শুক্রবার নলহাটি দুই নম্বর ব্লকের ভবানীপুর ও ভগলদিঘী গ্রামে শুরু হলো সাবমারসিবল পাম্পের পাইপলাইন ও ঢালাই রাস্তা সংস্কারের কাজ। জানা যায় বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকেই এই কাজ দুটি করা হচ্ছে। ভবানীপুর গ্রামে দীঘিরপাড় সংলগ্ন পবিত্র ঈদগাহ ও কবরস্থানের কাছে জনসাধারণের সুবিধার্থে ১২ লক্ষ ৯৬ হাজার ৫১১ টাকা ব্যায়ে এই সাবমারসিবল বসানোর কাজ করা হচ্ছে। অপরদিকে ভগলদিঘী গ্রামে মিনিমোড় থেকে পবিত্র কবরস্থান পর্যন্ত খেলায় রাস্তার সংস্কারের কাজ।