মগরাহাট ২: অসময়ের বৃষ্টিতে জলমগ্ন মগরাহাট বাজার চত্বর এলাকা সমস্যার সম্মুখীন ব্যবসায়ী থেকে শুরু করে যানবাহন চালকেরা
শনিবার রাতে মগরাহাট দু'নম্বর ব্লকে হটাতে অসময়ের বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে যায় মগরাহাট বাজার চত্বর এলাকা জলমগ্ন থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছে যানবাহন চালক থেকে শুরু করে নিত্যযাত্রীরা এবং এলাকার মানুষজনেরা।