খড়গপুর ১: টিকিট হীন যাত্রী ধরতে রেলওয়ে খড়গপুর ডিভিশনে বিশেষ অভিযান! জরিমানা আদায় ১ লক্ষ ৫৭ হাজার ৫৭০ টাকা
টিকিট হীন যাত্রী ধরতে রবিবার সকাল থেকে রেলওয়ে খড়গপুর ডিভিশনে বিশেষ অভিযান চালালো রেলওয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ২৭৯ জন টিকিট ইন যাত্রীদের কাছ থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৫৭০ টাকা জরিমানা আদায় করল রেলওয়ে।