খাতড়া: খাতড়ার সহরায় উৎসবে রাজনীতির প্রোটোকল ছেড়ে ধামসা-মাদলের তালে নাচে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি
ধামসা-মাদলের তালে নাচে মেতে উঠলেন রাজ্যের মন্ত্রী। খাতড়ার সহরায় উৎসবের মাটিতে রাজনীতির প্রোটোকল ছেড়ে তিনি ফিরে গেলেন তাঁর নিজের শিকড়ে। একজন আদিবাসী কন্যা হয়ে সবার সঙ্গে সহরায় নৃত্যে পা মেলালেন তিনি। বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের রূপারহীড় গ্রামের স্থানীয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আদিবাসী সহরায় উৎসব