ফরিদপুর দুর্গাপুর: বিশ্বকর্মা পুজোর দিনে ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে,দুর্গাপুরে আনন্দ বিহারের কাছে দুটি গাড়ির সংঘর্ষ, ঘটনাস্থলে পুলিশ
বিশ্বকর্মা পুজোর দিনে দুপুর তিনটের সময় ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে। দুর্গাপুরে আনন্দ বিহারের কাছে দুটি গাড়ির সংঘর্ষ। দুমড়ে মুছরে যায় দুটি গাড়ির সামনের অংশ। এই ঘটনায় চাঞ্চল ও ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ চলে আসে। জানা গিয়েছে ডিএসপির দুই কর্মী দুটি গাড়িতে ছিলেন, তবে কপাল জোরে তাদের তেমন কোন চোট লাগেনি। গাড়ি দুটিকে উদ্ধার করে দুর্গাপুর থানা নিয়ে যায় পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।