ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে প্রি-দিওয়ালি সেলিব্রেশন
দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে প্রি-দিওয়ালি সেলিব্রেশন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায়। কলেজ প্রাঙ্গণ আজ যেন রঙের এক সমুদ্র। পড়ুয়ারা মা কালীর ছবি থেকে থেকে দিওয়ালি সংক্রান্ত নানান ছবি এঁকেছেন রঙিন ফুল, আবির ও গ্লিটার দিয়ে, আর প্রতিটি ছবিতে ফুটে উঠেছে উৎসবের আনন্দ। পড়ুয়া রাজশ্রী গোপ বলেন, “দিওয়ালি নিয়ে আমরা নানান ছবি এঁকেছি। আর দিওয়ালির আগে এরকম একটি সেলিব্রেশন অভাবনীয়। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।