কান্দি: ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে কান্দি থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির,উপস্থিত SDPO , MLA , IC
কান্দি থানার উদ্যোগে রক্তদান শিবির। ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটাতে মুর্শিদাবাদের কান্দি থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হল রবিবার দুপুরে কান্দি থানা প্রাঙ্গণে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক শাসরেক আম্বরদর, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি থানার আই সি মৃনাল সিনহা সহ একাধিক ব্যক্তিবর্গ। যুব সমাজ কে রক্তদান উদ্বুদ্ধ ক