হলদিয়া: হলদিয়া হাতিবেড়িয়া হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR নিয়েBLA2 প্রশিক্ষণ উপস্থিত হলদিয়া ও মহিষাদলের বিধায়ক
হলদিয়া হাতিবেড়িয়া হাই স্কুলে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR নিয়েBLA2 প্রশিক্ষণ উপস্থিত হলদিয়া ও মহিষাদলের বিধায়ক। রবিবার দুপুর দুটো থেকে শুরু হয় জলে বিকেল চারটে পর্যন্ত। উপস্থিত ছিল হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, মহিষাদল বিধানসভার বিধায়ক চিরকুমার চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।