রামপুরহাট ২: ভিনরাজ্য থেকে এসে পাঁচ মহিলার রাস্তায় টাকা আদায় নেপথ্যে বড় চক্রের ইঙ্গিত !
ভিনরাজ্য থেকে এসে তোলাবাজির অভিযোগ, রামপুরহাটে আটক পাঁচ মহিলা নেপথ্যে বড় চক্রের ইঙ্গিত খতিয়ে দেখছে পুলিশ রামপুরহাটে ভিনরাজ্য থেকে এসে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ল পাঁচ মহিলা। মঙ্গলবার সকালে ভোল্লা বিনো দপুর-কাবিলপুর মোড় পেরিয়ে পেট্রোল পাম্পের সামনে হঠাৎই সন্দেহজনকভাবে তোলাবাজি করতে দেখা যায় তাদের। অভিযোগ, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ির চালকদের কাছ থেকে কখনও অসুস্থতার কথা বলে, কখনও সন্তানদের খাওয়াদাওয়ার অজুহাত দেখিয়ে।