তেলিয়ামুড়া: "মায়ের গমন" নামক কার্নিভালের শেষ প্রস্তুতি দেখতে আসে বিধায়িকা অম্পি চৌমুনী এলাকায়
রবিবার রাতে হবে তেলিয়ামুড়া অম্পি চৌমুনী এলাকায় "মায়ের গমন" নামক কার্নিভালের। কার্নিভালের শেষ প্রস্তুতি দেখতে আসে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া অম্পি চৌমুনী এলাকায় রবিবার দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ। উনার সঙ্গে ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিজেপি মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।